Ads

পূর্বাঞ্চলের টিকিটে রেকর্ড হিট: আধঘণ্টায় সাড়ে ৭৪ লাখবার চেষ্টা

 ট্রেনে ঈদযাত্রায় আজ ৭ এপ্রিল যাত্রার টিকিট দেওয়া হয়েছে

ট্রেনে ঈদযাত্রায় আজ ৭ এপ্রিল যাত্রার টিকিট দেওয়া হয়েছেফাইল ছবি

ঈদযাত্রায় ট্রেনের টিকিট পেতে পশ্চিমাঞ্চলের যাত্রীদের মতো পূর্বাঞ্চলের যাত্রীরাও এবার অনলাইনে হুমড়ি খেয়ে পড়ছেন। আজ বৃহস্পতিবার পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম আধঘণ্টায় ৭৪ লাখ ৫০ হাজারবার টিকিটের জন্য চেষ্টা (হিট) চালানো হয়।

ঈদযাত্রায় আজ পঞ্চম দিনের মতো অনলাইনে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজ বিক্রি হয়েছে ৭ এপ্রিল যাত্রার টিকিট।


রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুরু থেকেই রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিটের চাহিদা বেশি ছিল। এ অঞ্চলের টিকিটের চাহিদা এখনো বেশি। তবে আজ পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের) টিকিটেরও চাহিদা বেড়েছে।

রেলওয়ে সূত্র বলছে, আজ বেলা ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর প্রথম আধঘণ্টায় ৭৪ লাখ ৫০ হাজারবার টিকিটের জন্য চেষ্টা (হিট) চালানো হয়। এর আগে প্রায় প্রতিদিন পূর্বাঞ্চলে প্রথম আধঘণ্টায় ৫০ লাখের মতে হিট হতো।

আজ সকালে পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরুর প্রথম আধঘণ্টায় ৯৪ লাখ হিট হয় ওয়েবসাইটে। ২৪ মার্চ টিকিট বিক্রি শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য সকালের প্রথম আধঘণ্টায় কোটির আশপাশে হিট হয়েছে।

আজ পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে বিক্রির জন্য ৩২ হাজার ৫৯২টি টিকিট ছাড়া হয়। এর মধ্যে অর্ধেকের কিছু কম টিকিট বরাদ্দ ছিল পশ্চিমাঞ্চলের জন্য। সকালে বিক্রি শুরুর প্রথম আধঘণ্টায় ১১ হাজার ৫৯টি টিকিট শেষ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার মধ্যে ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যায় বলে রেলের সূত্র জানিয়েছে। বেলা ২টার আগেই পশ্চিমাঞ্চলের কোটা শেষ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১২ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে সাড়ে ৪টা পর্যন্ত মোট ২৭ হাজার ৬৯৩টি টিকিট বিক্রি হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!