Ads

ইউক্রেনের ৩৬ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

 

ইউক্রেনের ড্রোন হামলার পর ঘটনাস্থল পরীক্ষা করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাশিয়ার রাজধানী মস্কোয়
ইউক্রেনের ড্রোন হামলার পর ঘটনাস্থল পরীক্ষা করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাশিয়ার রাজধানী মস্কোয়ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে গতকাল শনিবার রাতভর এসব ড্রোন হামলা হয়। দেশটির আকাশ সুরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে জানানো হয়েছে।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কুরস্ক অঞ্চলে ১৫টি, লিপেৎস্ক অঞ্চলে ৯, ভোরোনেঝ ও ব্রিয়ানস্ক অঞ্চলে ৪টি করে এবং ওরিওল ও বেলগোরোদ অঞ্চলে ২টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।

কুরস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি মিরনভ গতকাল বলেন, সারা দিন সেখানকার একটি গ্রামে ইউক্রেনের বাহিনী গোলা হামলা চালিয়েছে। তার আগের রাতে ড্রোন হামলায় গ্রামের পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে দুজন শিশু। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ওই হামলা নিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, জঞ্জাল ও ধসে পড়া ইটপাথরের স্তূপের মধ্যে একটি বাড়ির ধ্বংসাবশেষ।

আরও পড়ুন

ইউক্রেন বাহিনী গতকাল দিনভর সীমান্তঘেঁষা রাশিয়ার আটটি গ্রামে গোলা হামলা চালিয়েছে। এ সময় একটি গ্রামের দুজন বাসিন্দা আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে গোলা হামলার এ খবর যাচাই করতে পারেনি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!