Ads

হত্যাচেষ্টা নিয়ে জবানবন্দিতে কী বললেন সালমান

 

সালমান খান। এএফপি
সালমান খান। এএফপি

কয়েক মাস ধরে বারবার খবরের শিরোনামে সালমান খান। তবে সিনেমার জন্য নয়, তাঁকে হত্যাচেষ্টার জন্য। গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইতে অভিনেতার বাসভবনে গুলির ঘটনায় মুম্বাই পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন অভিনেতা। সেখানে কী বলেছেন তিনি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

মুম্বাই পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার অভিযোগপত্র পেশ করেছে। সেখানে রয়েছে সালমান খানের জবানবন্দি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে ঠিক কী জানিয়েছেন, অভিনেতার সামনে এল সবটা।

সালমান খান। এএনআই
সালমান খান। এএনআই

সালমানের বিশ্বাস, লরেন্স বিষ্ণোই গ্যাং এপ্রিলে তাঁর বাড়িতে গুলি চালানোর জন্য দায়ী। অভিনেতা বলেছেন, ১৪ এপ্রিল ভোরে গুলির শব্দেই ঘুম ভাঙে তাঁর। চমকে উঠেছিলেন সালমান। পরিবারের সদস্যদের জীবন বিপন্ন এই ভাবনায় হকচকিত হন ‘ভাইজান’।

জবানবন্দিতে দেওয়া অভিনেতার ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ৫৫ মিনিট নাগাদ দেহরক্ষী তাঁকে জানান, একটি মোটরবাইকে করে আসা দুজন ব্যক্তি দোতলার ব্যালকনিতে গুলি চালিয়েছেন।

আমি বিশ্বাস করি যে লরেন্স বিষ্ণোই তাঁর দলের সদস্যদের সহায়তায় গুলি চালিয়েছিলেন, যখন আমার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। তাঁরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করছিলেন।
সালমান খান

সালমান আরও জানান, এর আগেও তাঁর ও তাঁর পরিবারের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। তাঁর দেহরক্ষী বান্দ্রা থানায় গুলি চালানোর বিষয়ে অভিযোগ করেছেন। পরে তিনি জানতে পারেন, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর ভাই আনমোল বিষ্ণোই ফেসবুক পোস্টে হামলার দায় স্বীকার করেছেন।

সালমান খান
সালমান খান
ফাইল ছবি: রয়টার্স

এর আগেও সালমান ও তাঁর আত্মীয়দের হত্যার হুমকি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। ‘সিকান্দার’ অভিনেতা তাঁর জবানবন্দিতে বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে লরেন্স বিষ্ণোই তাঁর দলের সদস্যদের সহায়তায় গুলি চালিয়েছিলেন, যখন আমার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। তাঁরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করছিলেন।’
সালমান পুলিশকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তাঁর পরিবার আরও বেশ কয়েকটি হুমকি পেয়েছেন।

২০২২ সালে সালমানের বাসভবনের উল্টো দিকের একটি বেঞ্চে হুমকির একটি চিঠি পাওয়া যায়। অভিনেতা আরও জানান, ২০২৩ সালের মার্চে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকির ই–মেইল পেয়েছিলেন। তিনি উল্লেখ করেছেন যে ২০২৪ সালের জানুয়ারিতে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে পানভেলের কাছে তাঁর ফার্ম হাউসে প্রবেশের চেষ্টা করেছিল।

সালমানের বাসভবনে গুলির ঘটনায় এর মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ভিকিকুমার গুপ্ত, সাগরকুমার পাল, সনুকুমার বিষ্ণোই, অনুজকুমার থাপন, মহম্মদ রফিক চৌধুরী ও হরপাল সিং।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!