Ads

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকান রাখবেন কমলা হ্যারিস

 

কমলা হ্যারিস
কমলা হ্যারিসফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিপরিষদে একজন রিপাবলিকানের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এ সময় কমলা হ্যারিস তাঁর জাতিগত পরিচয় নিয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন।  

কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সিএনএনে সম্প্রচার শুরু হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পর এটিই কোনো সংবাদমাধ্যমকে দেওয়া তাঁদের প্রথম সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে কমলা হ্যারিস অভিবাসন নীতি নিয়ে তাঁর অবস্থান পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, তাঁর মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকালে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল।

২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন কমলা। আর ৫ নভেম্বর নির্বাচনের মধ্য দিয়ে হবে তাঁর ভাগ্য নির্ধারণ। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!