Ads

ইমরানের মুক্তির দাবিতে বড় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

 

ইমরান খানের ‘অবিলম্বে কারামুক্তির’ দাবিতে ইসলামাবাদের উপকণ্ঠে বড় বিক্ষোভ সমাবেশ করেছে পিটিআইয়ের নেতা-কর্মীরা
ইমরান খানের ‘অবিলম্বে কারামুক্তির’ দাবিতে ইসলামাবাদের উপকণ্ঠে বড় বিক্ষোভ সমাবেশ করেছে পিটিআইয়ের নেতা-কর্মীরাছবি: পিটিআইয়ের পক্ষ থেকে এক্সে প্রকাশিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ‘অবিলম্বে কারামুক্তির’ দাবিতে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বড় এই সমাবেশ আয়োজিত হয়।
গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে ইমরান। তাঁর মুক্তির দাবিতে সমর্থন তৈরির জন্য দলের পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। গত জুলাই মাসে ইদ্দত মামলায় (ইসলামি বিধিবহির্ভূত নিকাহ) দেশটির একটি জেলা ও দায়রা আদালত দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন। এরপর তাঁদের মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল।

কিন্তু এরপর আবার ইমরানকে তোশাখানা মামলায় নতুন করে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আগের দুটি তোশাখানা মামলায় তাঁর সাজা ইতিমধ্যে স্থগিত করা হয়েছিল, যখন তিনি ইসলামাবাদ হাইকোর্টে সাইফার মামলায় খালাস পেয়েছিলেন।

এর আগে কয়েক মাস ধরে পিটিআই রাজধানীতে জনসভার অনুমোদন পাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

গতকালের সমাবেশ শুরু হয় পিটিআই নেতা হাম্মাদ আজহারের বক্তৃতার মধ্য দিয়ে। তিনি বলেন, ‘পিটিআই নেতা–কর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য।’ তিনি আরও বলেন, কোনো বাধা তাঁদের দমাতে পারবে না।

পিটিআইয়ের এই নেতা বলেন, ‘আমরা ইমরান খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করব।’
সমাবেশে পিটিআই নেতা আলী মোহাম্মদ খান অবিলম্বে ইমরান খানের মুক্তি দাবি করেন।

সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তা দেখা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!