Ads

৯৯৯ তে থামলেন উইলিয়ামসন, জয়ের পথে ইংল্যান্ড

 

নিউজিল্যান্ডের লিড মাত্র ৪ রানের
নিউজিল্যান্ডের লিড মাত্র ৪ রানেরএএফপি

ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের দিন। ৩১৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৪৯৯। লিড পেয়েছে ১৫১ রানের। নিউজিল্যান্ড প্রথম ইনিংসের এত বড় ঘাটতি পূরণ করতে গিয়েই হারিয়ে ফেলেছে ৬ উইকেট।

তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে মাত্র ১৫৫। লিড মাত্র ৪ রানের। হাতে উইকেটও মাত্র ৪টি। মানে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষেই ম্যাচে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত। আপাতত নিউজিল্যান্ডের যেটুকু ভরসা, ড্যারিল মিচেলের ওপর। ডানহাতি এ ব্যাটসম্যান অপরাজিত ৩১ রানে।

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র গড়েন ৪১ রানের জুটি।

৬১ রান করেছেন উইলিয়ামসন
৬১ রান করেছেন উইলিয়ামসন
এএফপি

রবীন্দ্র ব্যক্তিগত ২৪ রানে আউট হলে মিচেলকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। এই জুটি থেকে রান আসে ৬৯। তাতে ইনিংসের একপর্যায়ে ৩ উইকেটে ১৩৩ রানে পৌঁছায় নিউজিল্যান্ড। তবে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে আউট হলে জুটি ভাঙে।

৬১ রানের ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে ৯০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার হাতছানিও।

তবে আপাতত থামতে হয়েছে ৯৯৯ চারেই। উইলিয়ামসনকে এলবিডব্লুতে আউট করার পরের বলেই টম ব্লান্ডেলকে উইকেটের পেছনে ক্যাচ বানান ওকস। টানা দুই বলে দুই উইকেটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। এরপর দিনের শেষ দিকে আউট হন প্রথম ইনিংসে ৫৮ রান করা গ্লেন ফিলিপস। ৩টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ওকস।

আরও পড়ুন

এর আগে ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনে প্রথম উইকেট হারায় ৩৮১ রানে। ১৭১ রান করে ফেরেন হ্যারি ব্রুক। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে অধিনায়ক বেন স্টোকস করেন ৮০ রান।

১৫৯ রান এসেছে স্টোকস–ব্রুক জুটিতে
১৫৯ রান এসেছে স্টোকস–ব্রুক জুটিতে
এএফপি

স্টোকস ও ব্রুকের জুটি থেকে এসেছে ১৫৯ রান। গাস অ্যাটকিনসনের সঙ্গেও ৬৩ রানের জুটি গড়েন স্টোকস। ব্রাইডন কার্সের সঙ্গে জুটিতে যোগ হয় ৪০ রান। মূলত তাতেই তৃতীয় দিনের সকালে ১৮০ রান যোগ করতে পেরেছে ইংল্যান্ড। ৪ উইকেট পেয়েছেন ম্যাট হেনরি, নাথান স্মিথ ৩টি।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ৩৪৮ ও ১৫৫/৬( উইলিয়ামসন ৬১, মিচেল ৩১; ওকস ৩/৩৯, কার্স ৩/২২)।
ইংল্যান্ড: ৪৯৯( ব্রুক ১৭১, স্টোকস ৮০;  হেনরি ৪/৮৪, স্মিথ ৩/১৪১)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!