Ads

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: বর্ণিল আয়োজনে শুরু খুলনা পর্ব

 

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের খুলনা পর্ব চলছে আজ
ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের খুলনা পর্ব চলছে আজপ্রথম আলো

বর্ণিল আয়োজনে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্বের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়াম সাজানো হয়েছে নতুন সাজে। স্টেডিয়ামের ভেতর-বাইরে উড়ছে ব্যানার, ফেস্টুন। দলগুলো উৎসবের আমেজে যোগ দিয়েছে এই আয়োজনে।

খুলনা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চারটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। দিনের প্রথম খেলায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয় খুলনা খান বাহাদুর আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের। দ্বিতীয় ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুই ম্যাচের জয়ী দল আজই বেলা আড়াইটায় খুলনা অঞ্চলের ফাইনালে লড়বে। আঞ্চলিক ফাইনালের জয়ী দল আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে সুযোগ পাবে।

আজ খুলনা পর্বের দিনের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকাসহ অন্যান্য পতাকা উত্তোলন করেন অতিথিরা। সঙ্গে ওড়ানো হয় বর্ণিল বেলুন।

বেলুন উড়িয়ে খুলনা পর্বের খেলা উদ্বোধন করা হয়
বেলুন উড়িয়ে খুলনা পর্বের খেলা উদ্বোধন করা হয়
প্রথম আলো

খুলনার আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদ খান, খুলনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কানাই লাল সরকার, খুলনা খান বাহাদুর আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার কাজী মোকলেসুর রহমান, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. বকতিয়ার রহমান গাজী, ইস্পাহানি টি লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক জোয়ার্দার মিজানুর রহমান।

এ ছাড়াও ছিলেন খুলনা থেকে উঠে আসা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শেখ জাহাঙ্গীর হোসেন, দস্তগীর হোসেন নীরা, প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম এবং প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আল-এহসান।


ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: গোলবন্যায় চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদ খান বলেন, ‘খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ প্রকাশিত হয়।’ তিনি এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন।

খুলনা জেলা প্রশাসক তাঁর বক্তব্যে এ আয়োজনের সাফল্য কামনা করেন।
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটিতে সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।

দিনের প্রথম খেলায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ খুলনা খান বাহাদুর আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়।
দিনের প্রথম খেলায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ খুলনা খান বাহাদুর আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়।
প্রথম আলো

ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহীর ৪টি করে বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ঢাকায় আগামী ৯ ডিসেম্বর।

১৭ ও ১৮ নভেম্বর দুই দিনব্যাপী চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই ফুটবল উৎসবের চট্টগ্রাম পর্বের খেলা হয়েছে। ২১ নভেম্বর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী অঞ্চলের ৪টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। এবারই প্রথম রাজশাহী ও খুলনা অঞ্চলে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ পাবে তিন লাখ টাকা পুরস্কার।

গত বছর ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে ৩২টি দল অংশ নিয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!